ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের দক্ষ করে তুলতেই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) উপপরিচালক মো. আতিয়ার রহমান সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৮ জানুয়ারি রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাহিনীর সকল রেঞ্জ উপমহাপরিচালক/পরিচালক এবং সকল জেলা কমান্ড্যান্ট এতে অংশ নেবেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিতে কর্মকর্তাদের নির্বাচনী আইন ও ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়েছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১,৯৮১ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৪৯ জন। প্রধান দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লায় ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী লড়াই করছেন। প্রচারণা শেষ ১০ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত।