ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর প্রস্তাবিত গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৫ জানুয়ারি ২০২৫) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এবং অন্য চার নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত কূটনীতিকদের সামনে তুলে ধরা হচ্ছে। ঢাকাভিত্তিক বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

ছবি: সংগৃহীত
বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অংশগ্রহণ:
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচন পর্যবেক্ষণে মোট ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ৩৬টি সংস্থা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এদিকে প্রায় ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন স্বতন্ত্র পর্যবেক্ষক আসার আবেদন জানিয়েছেন ইসি। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ৫৮ জন প্রতিনিধি বর্তমানে মাঠে রয়েছেন, যা নির্বাচনের সময় ৩০০ পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা ও ভিসাসংক্রান্ত তথ্য: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। তবে বিদেশি সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

ছবি: সংগৃহীত
বিগত নির্বাচনগুলোর পর্যবেক্ষক পরিসংখ্যান:
২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৫১৭ জন বিদেশি এবং ২০ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষক ছিলেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে ১৬৩ জন বিদেশি প্রতিনিধি অংশ নিলেও ইইউ ও যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এর আগে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মাত্র ৪ জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। তবে, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি অর্থাৎ ৫৯৩ জন বিদেশি এবং দেড় লাখের বেশি দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন।
এদিকে, ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, হোটেলের এই ব্রিফিং সেশনটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ের বিস্তারিত জানানো হবে।