Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যরাতেই আসবে অধিকাংশ আসনের ফল: ইসি আনোয়ারুল

‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৭:৩০

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল নির্বাচনের দিন মধ্যরাতের মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল বলেন, ‘অধিকাংশ ফলাফল মধ্যরাতেই চলে আসবে। খুব বেশি দেরি হলে তা শেষ রাত বা পরদিন সকাল পর্যন্ত গড়াতে পারে।’

নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কমিশনার বলেন, ‘প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারনামা এবং মাঠপর্যায়ে কমিশনের প্রচারের ফলে এবার আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করা গেছে।’

বিজ্ঞাপন

অতীতের তুলনায় বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত চমৎকার’ উল্লেখ করে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে পরিদর্শন এবং গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনের পরিবেশ অতীতের অনেক নির্বাচনের চেয়ে ভালো।’

‎নির্বাচনি অপরাধ দমনে কমিশনের তৎপরতা তুলে ধরে আনোয়ারুল ইসলাম সরকার কিছু পরিসংখ্যান তুলে ধরেন-

‎অভিযান: ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১২৮টি নির্বাচনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

‎জরিমানা: আচরণবিধি ভঙ্গের ১৪৪টি ঘটনায় মোট ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

‎মামলা: এ পর্যন্ত ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।

‎তিনি জানান, প্রতিটি আসনে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকদের সমন্বয়ে ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ এবং বিচারিক কমিটি কাজ করছে। প্রতিদিন গড়ে ৫০-৬০টি মামলা হচ্ছে এবং তাৎক্ষণিক সাজা বা জরিমানা করা হচ্ছে।

‎রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ইসি বলেন, ‘রাজনৈতিক নেতারা নিয়মিত আমাদের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি সাংবাদিকরা ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অনিয়ম তুলে ধরছেন, আমরা তাৎক্ষণিক রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তা প্রতিরোধের নির্দেশ দিচ্ছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর