Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত সচিব পদে ১১৮ জনকে পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২১:৫২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৩০

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে তিনি বর্তমানে কর্মরত দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর