Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলের ‘কালি’ পরীক্ষা করবেন ভোটাররাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৪১

ঢাকা: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় মার্কিং সিলে অতিরিক্ত কালি লেগে যায় কি না, সে বিষয়ে ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের এই বিষয়টি প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মার্কিং সিলের ব্যবহার নিয়ে ভোটারদের সচেতন করতে হবে। নির্দেশনায় আরও যা রয়েছে:

সিল পরীক্ষার পরামর্শ: ভোটার যখন স্ট্যাম্প প্যাড থেকে সিলে কালি নেবেন, তখন তাতে অতিরিক্ত কালি লেগেছে কি না তা আগে পরীক্ষা করে নিতে হবে।

বিজ্ঞাপন

ট্রায়াল প্রিন্ট: যদি কালির পরিমাণ বেশি মনে হয়, তবে সরাসরি ব্যালট পেপারে সিল না মেরে পোলিং অফিসারের সামনে থাকা কোনো সাদা বা অব্যবহৃত কাগজে একটি ‘পরীক্ষামূলক’ ছাপ দিয়ে নিতে হবে। এরপর কালি স্বাভাবিক হলে তবেই ব্যালট পেপারের নির্দিষ্ট প্রতীকে সিল দিতে হবে।

কর্মকর্তাদের দায়িত্ব: সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারদেরও নিয়মিত স্ট্যাম্প প্যাডের কালির অবস্থা পরীক্ষা করতে বলা হয়েছে যাতে সেটি অতিরিক্ত ভিজে না থাকে।

উল্লেখ্য, সাধারণত মার্কিং সিলে বেশি কালি থাকলে ব্যালট পেপার ভাঁজ করার সময় সেই কালি অন্য প্রতীকের ঘরেও লেগে যেতে পারে। এতে ভোটটি অস্পষ্ট বা বিতর্কিত হয়ে বাতিল হওয়ার ঝুঁকি থাকে। মূলত ভোটারদের একটিও ভোটেও যেন নষ্ট না হয়, সে জন্যই ইসি এই বিশেষ পরামর্শ দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর