Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাজারও চ্যালেঞ্জ নিয়ে মা যাত্রা শুরু করবেন’


৭ এপ্রিল ২০১৯ ২৩:০৪

ঢাকা: হাজারও চ্যালেঞ্জ সামনে নিয়ে মা তার যাত্রা শুরু করবেন, আমার বাবা ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট, এখন মা । আমি জানি মা পারবেন, আপনারা সবাই তার জন্য অনেক দোয়া করবেন- এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন নাভিদুল হক।

নাভিদুল হক বিজিএমইএ-র সাবেক সভাপতি ও ডিএনসিসির সাবেক মেয়র আনিসুল হক ও বিজিএমইএ নির্বাচনে বিজয়ী রুবানা হকের ছেলে।

প্রসঙ্গত, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম। এর মধ্য দিয়ে রুবানা বিজিএমইএর ইতিহাসে প্রথম নারী সভাপতি হতে চলছেন।

উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৬ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিজিএমইএ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

রোববার ( ৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে মা রুবানা হককে নিয়ে দেওয়া স্ট্যাটাসে নাভিদুল হক বলেন, ‘গার্মেন্টস শিল্পের সব চেয়ে কঠিন সময়ের মধ্যে আমার মা বাংলাদেশের প্রথম নারী বিজিএমইএ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। গত কয়েক দশকে গার্মেন্টস শিল্পের ব্যাপক প্রসার ঘটলেও আজ বাংলাদেশ এর গার্মেন্টস শিল্প চরম ইমেজ সংকটে ভুগছে।’

‘কিছু হলেই সারা পৃথিবী আমাদের দিকে আঙুল তুলে ধরে’ মন্তব্য করে নাভিদুল হক বলেন, ‘রানা প্লাজার ঘটনার পর কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নতির জন্য আমরা বিপুল কাজ করেছি। কিন্তু বায়ারদের কাছ থেকে আমরা সঠিক মূল্য পাই নাই।’

নানা সমস্যার কথা উল্লেখ করে নাভিদ লেখেন, ‘ব্যাংক, পোর্ট, বিদ্যুৎ, গ্যাসসহ আরও হাজার সমস্যা রয়ে গেছে। তারপর আসছে অটোমেশন এবং রোবটিকস এমন হাজারও চ্যালেঞ্জ সামনে নিয়ে মা তার যাত্রা শুরু করবেন, আমার বাবা ছিলেন বিজিএমইএ প্রেসিডেন্ট এখন মা । আমি জানি মা পারবেন, আপনারা সাবাই তার জন্য অনেক দোয়া করবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/একে

বিজিএমইএ রুবানা হক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর