Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনে স্থগিতাদেশ বহাল, ৩ সেপ্টেম্বর ফুল কোর্টে শুনানি

ঢাবি করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৪ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকবে না।

একই সঙ্গে আগামী ৩ সেপ্টেম্বর বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির সম্পূর্ণ নিষ্পত্তির জন্য শুনানি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমপি

আদালত ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর