Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে আটকে দেওয়া হলো কাদের ও লতিফ সিদ্দিকীর ভাইকে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৯

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে আটকে দেওয়া হয়েছে। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ব্যাংকক যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন।

জানা গেছে, এসএম সিদ্দিকী একটি এয়ারলাইন্সে সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্লাটফর্ম আয়োজিত গোল টেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর