Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপূর্ব পালদের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৫ ১২:৪০ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৪:০২

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপাসনালয়ে ধর্ম অবমাননার নাটক আর মঞ্চস্থ হচ্ছে না। এই হীন কাজ বন্ধ হয়ে যাওয়ায় কিছু মানুষরূপী অমানুষ অসন্তুষ্ট। তাই দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করতে অপূর্ব পালদের দিয়ে জঘন্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, ‘আগের যে কোনো সময়ের তুলনায় সংখ্যালঘু সম্প্রদায় এখন তাদের ধর্ম পালনের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। ৫ আগস্টের পর দেশে ধর্মীয় সংঘাত এড়াতে ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে সর্বোচ্চভাবে সোচ্চার ছিলেন।’

বিজ্ঞাপন

তিনি দেশকে অস্থিতিশীল করার নেপথ্যে যারা কলকাঠি নাড়ছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। উপযুক্ত শাস্তি নিশ্চিত না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সারাবাংলা/এমএমএইচ/এমপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘু