Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট দিলেন রাকসুর ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী জাহিদ

রাবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১২:৩৫

ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ভোটকেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে জাহিদ জানান, ‘টানা চারবার ভোটের তারিখ পেছানোর পর অবশেষে দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে— এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ডাকসু, জাকসু ও চাকসুর তুলনায় আমরা নির্বাচনী প্রচারণার জন্য দীর্ঘ সময় পেয়েছি, যার ফলে প্রার্থীরা শিক্ষার্থীদের মাঝে নিজেদের ভাবনা ও কর্মসূচি তুলে ধরতে পেরেছেন। তবে প্রচারণার সময় বাড়ায় অনেক প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা আর্থিক ও সংগঠনগত সমস্যার মুখোমুখি হয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুধু ছাত্রশিবির নয়, রাকসু নির্বাচন ঘিরে আমরা সবাই যে পরিশ্রম করেছি, আন্দোলন করেছি, তা শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা আশা করি ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে এবং নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা পর্যন্ত নিরপেক্ষতা বজায় রাখবে। বিভিন্ন দল ও মতের প্রতিনিধিরা কমিশনে থাকলেও তারা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে সুষ্ঠু ভূমিকা পালন করবে।’

সারাবাংলা/এনএমই/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর