রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ–২০২৫ নির্বাচনে ছাত্রীদের ৬টি হলে শীর্ষ তিন পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল।
হলভিত্তিক ফল ঘোষণার শুরুতেই মন্নুজান হল সংসদের ফলাফল প্রকাশ করা হয়। এতে ভিপি নির্বাচিত হন সুমাইয়া জাহান, জিএস তাসমেরী জাহান তন্নি এবং এজিএস সাবিনা ইয়াসমিন—তিনজনই শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী।
এরপর রোকেয়া হলে ভিপি নির্বাচিত হন অর্পনা হক মুগ্ধ, জিএস মোসা: লায়লা খাতুন ও এজিএস মোছা: শাহনাজ পারভীন। তাপসী রাবেয়া হলে ভিপি মরিয়ম খাতুন, জিএস খাদিজা আক্তার হিয়া ও এজিএস তাওহীদা আখতার নির্বাচিত হয়েছেন।
বেগম খালেদা জিয়া হলে ভিপি সাবরিনা মারজান, জিএস জারিন তাসনিম রিফাহ ও এজিএস মোছা: পারভীন আরা বিজয়ী হয়েছেন। রহমতুন্নেসা হলে ভিপি সাইফুন নাসিরা, জিএস হাবিবা আক্তার রিয়া এবং এজিএস আফসানা মিমি নির্বাচিত হন।
সবশেষে ছাত্রীদের সবচেয়ে বড় ‘জুলাই ৩৬ হল’-এর সংসদে ভিপি নির্বাচিত হন সৈয়দা সমাপিকা আহমেদ সিমি, জিএস তাসফিয়া তাবাসসুম ও এজিএস তাওহিদা ইয়াসমিন মাহমুদা।