Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবিরের প্যানেল থেকে বিজয়ী হলেন জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ

রাবি করেসপনডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০৯:২৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১১:০২

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে এক চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে বিজয়ী হয়েছেন জুলাই আন্দোলনে এক চোখ হারানো বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের শিক্ষার্থী দ্বীপ মাহবুব।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় দ্বীপ মাহবুব বলেন, “জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি চাই, যেই উদ্দেশ্যে আমরা সেই আন্দোলনে অংশ নিয়েছিলাম—সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই–আগস্ট বিপ্লব চলাকালে ৪ আগস্ট পাবনা শহরে শিক্ষার্থীদের এক মিছিলে গুলি চালায় আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীরা। এসময় দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বীপ মাহবুবসহ অনেকে গুরুতর আহত হন।

তখন গুলিটি দ্বীপের চোখ ভেদ করে মস্তিষ্কে চলে যায়। দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে পুনরায় ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। বর্তমানে তার বাম হাত ও পা আংশিক প্যারালাইজড।

সারাবাংলা/এনএমই/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর