Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১০:২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল ফরম সংগ্রহের শেষ দিন। এর আগে গত ৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু করে দলটি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।

এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী দলীয় মনোনয়নের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পদ্ধতি

সরাসরি সংগ্রহ:

  • এনসিপির কেন্দ্রীয় কার্যালয় (২য় তলা)

    বিজ্ঞাপন
  • দলের মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল)

  • বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে

অনলাইনে আবেদন:

  • আবেদন করা যাবে ওয়েবসাইটে: nomination.ncpbd.org

  • অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার সুবিধা রয়েছে