ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতি বর্তমানে গভীর বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। রোববার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা অত্যন্ত জটিল সংকটে পড়েছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে এসেছে। ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক কাঠামোকে একটি গ্রহণযোগ্য পথে আনার চেষ্টা করেছেন। কিন্তু তা কতদূর এগিয়েছে—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।’
দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও বিভ্রান্তির জন্য তিনি একটি বিশেষ গোষ্ঠীকে দায়ী করেন। তার ভাষায়, ‘অনেক হতাশা, অনেক বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি দল —ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করছে।’
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, স্বাভাবিকও নয়। দেশে নির্বাচিত সরকার না থাকলে এসব সমস্যা সমাধান হবে না। তাই একটি নির্বাচিত সরকার প্রয়োজন।’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষিত হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘সারা দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একটি মহল এই রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’
মওলানা ভাসানীর ভূমিকা স্মরণ করে ফখরুল বলেন, ‘মওলানা ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, কল্যাণরাষ্ট্রের চিন্তা করেছেন। কিন্তু সেই প্রত্যাশিত রাষ্ট্র আমরা এখনো পাইনি।’
তিনি আরও জানান, মওলানা ভাসানীর প্রতি বিএনপির গভীর দায়বদ্ধতা রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দোয়া করেছিলেন তিনি; মশিউর রহমান যাদু মিয়াকে জিয়াউর রহমানের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।