Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের মতোই গুণ পেয়েছেন তারেক রহমান: বাবর

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৫:২৬

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে তার মা বেগম খালেদা জিয়ার মতোই গুণ রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি।

বাবর বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সন্ত্রাস দমনের জন্য র‌্যাব গঠনে তিনিই উদ্যোগ নিতে বলেছিলেন। কখনো এই বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করেনি বিএনপি।’

ব্যক্তিগত উদ্যোগে বেগম জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের মধ্যে তার মায়ের মতোই আচরণ এবং গুণ রয়েছে। তারই ধারাবাহিকতায় দলকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর