ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুই একটি রাজনৈতিক দলের প্রধান ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা নিয়ে জনমনে বিভিন্ন রকম প্রশ্ন আছে। একইসঙ্গে এটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করে করে বলেন, ‘‘আমাদের প্রার্থীদের মধ্যে একজনের মাত্র এক হাজার টাকার কম বিদ্যুৎ বিল বাকি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আরেকজনের ক্ষেত্রে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলে স্টেটমেন্ট দিলেও শুধু ‘ওপেনিং ডেট’ উল্লেখ না থাকায় সেটি গ্রহণ করা হয়নি।’’
‘মনোনয়নপত্র অনেক জায়গায় সই করতে হয়, সাত আট জায়গায় সই করতে হয়। এক দুই জায়গায় ভুলে হয়তো সই হয় নাই, এ জন্য বাতিল করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের কথা হলো, যদি যৌক্তিক কোনো কারণ থাকে, যেমন ঋণখেলাপি, অথবা কোনো মামলা থাকে, যদি তথ্য গোপন করা হয়, অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে, এই জাতীয় কোনো বিষয় থাকলে সেটার যৌক্তিকতা আছে। কিন্তু যে সমস্ত বিষয় সমাধানযোগ্য, যে ক্লারিক্যাল মিস্টেক, এগুলো সংশোধনযোগ্য। অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত। কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৈষম্য করা হয়েছে। কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় নাই। তো এইজন্য আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে।’
‘এখানে প্রায় এক-তৃতীয়াংশ ক্যান্ডিডেট, আপনার পত্রপত্রিকা, মিডিয়ায় আপনারাই তো লিখেছেন, প্রায় ২৮ শতাংশের ওপরে ক্যান্ডিডেটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বলেছি অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে। এখনো পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয় নাই। উনারা আমাদেরকে বলেছে, ৭০ পারসেন্টের মত উদ্ধার হয়েছে। কিন্তু আরও বেশ কিছু অস্ত্র আছে। অবৈধ অস্ত্র প্রত্যেক নির্বাচনের আগেই উদ্ধার করা হয়।’
কিছু ব্যক্তির ভিআইপি প্রটোকল ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা: গাজী আতাউর
স্টাফ করেস্পন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২১:১৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২৩:০২
৬ জানুয়ারি ২০২৬ ২১:১৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২৩:০২
সারাবাংলা/এনএল/এইচআই