Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি লঙ্ঘন
জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৮:১৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক অনুষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ আচরণবিধি লঙ্ঘনের এ শোকজ নোটিশ দেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে একটি প্রীতিভোজে অনুষ্ঠানে অংশ নেন শাহজাহান চৌধুরী। ওই অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। তখন পাশেই ছিলেন প্রার্থী শাহজাহান চৌধুরী।

বিজ্ঞাপন

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্বাচনি বিচারিক কমিটিতে অভিযোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

সেই অভিযোগ আমলে নিয়ে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচার চালানোয় আচরণবিধি লঙ্ঘনের জন্য শাহজাহান চৌধুরী ও জসিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। নোটিশে শাহজাহান চৌধুরীকে ১৯ জানুয়ারি সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর