Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১২:১৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সিঙ্গাপুর হাইকমিশনের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের এ বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়।

বিজ্ঞাপন

চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর