ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আলাদা বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও গুরুতর আহত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। মতবিনিময় সভায় অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও গুরুতর আহতরা।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া একটি নৈতিক ও মানবিক কর্তব্য।
তিনি বলেন, ইনশাআল্লাহ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য একটি আলাদা বিভাগ গঠন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার এবং আহতরা যাতে উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, সে জন্য বিএনপি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও গুরুতর আহত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরেন। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলের শীর্ষ নেতারা।
সভা শেষে বিএনপি নেতারা শহিদ পরিবার ও আহতদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।