Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৯:০৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:০৯

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আশরাফুল হক বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ আসনের প্রতিটি অলিগলি ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। সবার ভালোবাসা এবং সংগঠনের আস্থার কারণে সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ আসনে প্রচারণা চালিয়ে আসছিলেন।

তিনি বলেন, আপনাদের চোখে যে প্রত্যাশার আলো দেখেছি, সেটাই আমার আগামীর পথচলার পাথেয়। তবে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে ঢাকা-১৮ আসনটি আমাদের জোট শরিক এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আশরাফুল হক আরও বলেন, তার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে দেশ ও ইসলামের স্বার্থ রক্ষা তার কাছে বড়। বিজয় অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরি উল্লেখ করে তিনি সমর্থকদের এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীবের পক্ষে একইভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর