Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য ধরার আহবান জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২২:০৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:০৮

ঢাকা: দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে ময়দানে ভূমিকা পালনের আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৮ জানুয়ারী) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক থেকে দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহবান জানানো হয়।

দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সংগঠনের নায়েবে আমীররা, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলরা, নির্বাহী পরিষদের সদস্যরা এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা অংশ নেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার নতুন সদস্য হিসেবে অধিবেশনে কয়েকজন শপথ নেন। আমির নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা, কোনো বিশেষ দলের দিকে হেলে না পড়া, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

এছাড়াও সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে ময়দানে ভূমিকা পালন করে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর