ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ভাবনা-চিন্তা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের ওপর এনসিপির আস্থা নেই। দ্বৈত নাগরিকত্বধারী, ঋণখেলাপি কিংবা ঋণখেলাপির গ্যারান্টার—এমন অনেক ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে, যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।’
এ সময় ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ‘নাটক’ বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, ‘আপিল শুনানির শেষ দিনে কমিশনের বাইরে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে এক ধরনের বাহ্যিক চাপ সৃষ্টি করেছে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘রায়ের ঠিক আগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা কোনোভাবেই নিরপেক্ষ সিদ্ধান্তের পরিবেশ তৈরি করে না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত।‘
তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একাধিক নেতার সঙ্গে বৈঠকের পর কমিশনের দেওয়া সিদ্ধান্ত একপাক্ষিক বলেই প্রতীয়মান হয়েছে।