Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:৫৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহযোগিতা তুলে দেন।

ঢাকা: চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকায় শহিদ ফিরোজ আহমেদের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। তারেক রহমানের নির্দেশনায় এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পরামর্শে প্রতিনিধি দলটি ফিরোজা আক্তারের শারীরিক খোঁজখবর নেয় এবং তার চিকিৎসা সহায়তার বিষয়ে আশ্বাস দেয়।

‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি শহিদ পরিবারের প্রতি দলের গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার কখনো একা নয়—বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।’

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল শহিদ ফিরোজ আহমেদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।

সারাবাংলা/এফএন/এইচআই