ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।
সংবাদ সম্মেলনে মান্না জানান, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে নাগরিক ঐক্যের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রার্থী হয়েছেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন জামালপুর-৪ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন।
এ ছাড়া দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডাক্তার শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি এখনো নির্বাচন কমিশনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেননি।
দলের নেতারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই নাগরিক ঐক্য এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে।’
মান্না জানান, দলের নির্বাচনি ইশতেহার (ম্যানিফেস্টো) খুব শিগগির ঘোষণা করা হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নে নাগরিক ঐক্য একমত এবং এ বিষয়ে পূর্ণ সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ করবে। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণমূলক বিষয়গুলো আরও জোরালোভাবে সামনে আনার প্রয়োজন রয়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে এবং সে লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এর অংশ হিসেবে এদিন ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।