Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে: আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:২৪

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ব্যবস্থাপনা ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।’

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘অতীতের বিতর্কিত নির্বাচনের মতোই এবারও দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাঠপর্যায়ের অনেক নির্বাচন কর্মকর্তা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করছে।‘

বিজ্ঞাপন

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘রোববার (১৮ জানুয়ারি) এনসিপির দুই নেতাকে শোকজ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক। ওই কার্যক্রম ছিল গণভোটের প্রচারণার অংশ, যা কোনোভাবেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন নয়। অথচ অন্য রাজনৈতিক দলগুলো প্রতীক ও ব্যানার ব্যবহার করে প্রকাশ্যে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের এই বৈষম্যমূলক আচরণ প্রমাণ করে যে কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপির বিরুদ্ধে শোকজ জারি করা হচ্ছে।’

সংস্কার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘‘সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে এনসিপির অবস্থান স্পষ্ট।’’

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান দেশে ফেরার পর তার ছবি দিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে পোস্টার ছেয়ে গেছে। ছবি ব্যবহার করে প্রচারণা চালানো যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে, তাহলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও শোকজ জারি করা উচিত ছিল।

তিনি বলেন, ‘এনসিপির বিরুদ্ধে জারি করা শোকজ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং নির্বাচন কমিশনকে জনগণের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’ অন্যথায় আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর