Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেক রহমান আন্তর্জাতিক মহলের বিবেচনায় গুরুত্বপূর্ণ নেতা’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ০০:০৭

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির। ছবি: সগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে আন্তর্জাতিক মহলের বিবেচনায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ূন কবির জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক রিটার্নের পর আন্তর্জাতিক মহলে তার গুরুত্ব আরও বেড়েছে। তিনি বলেন, ‘আজ ১১ জন রাষ্ট্রদূত বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ভবিষ্যতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে, সে বিষয়ে জানতে চেয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বৈঠকে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি, উন্নয়ন ভাবনা এবং তারেক রহমানের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের চলমান কিছু কর্মসূচির অগ্রগতি নিয়েও মতবিনিময় হয়।’

হুমায়ূন কবিরের ভাষ্য অনুযায়ী, ‘আন্তর্জাতিক কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে এবং বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করেছেন বলে জানান তিনি।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে হুমায়ূন কবির বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি অত্যন্ত আশাবাদী। এটি একটি গণতান্ত্রিক ট্রানজিশনের প্রক্রিয়া। আন্তর্জাতিক মহল নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তুষ্ট এবং বাংলাদেশ একটি ভালো গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।’

এ সময় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর