ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলীয় নির্বাচনি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, কেবল মনে মনে সমর্থন নয়, বরং তারেক রহমানের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটাতে হবে ভোটের মাঠে।
তিনি ভোটার ও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য নেতা। দেশের মঙ্গল ও জনগণের ভাগ্যোন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনার কোনো বিকল্প নেই।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসন বিএনপির প্রধান কার্যালয়ে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম উপস্থিত সিএনজি, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চালকদের সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। আপনারা নিজ উদ্যোগে নিজেদের গাড়িতে স্টিকার ও লিফলেট লাগান। প্রয়োজনে হাতে লিখে প্রচার করুন যে তারেক রহমানের জন্য ভোট চাই। কোনো প্রকার ভয়ভীতির কাছে নতিস্বীকার করবেন না।’
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘একটি বিশেষ মহল অর্থ বিলিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সামান্য টাকার লোভে পড়ে কেউ যেন নিজেদের ঈমান নষ্ট না করেন। ষড়যন্ত্রকারীরা কয়েকটি আসনে ভোট নষ্ট করে বিএনপির অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।’ এই বিষয়টি সাধারণ মানুষের কাছে স্পষ্ট করার নির্দেশ দেন তিনি।
প্রচারণার কৌশল নিয়ে আবদুস সালাম বলেন, ‘ঢাকা-১৭ আসনের প্রতিটি থানার বস্তি এলাকা, শ্রমজীবী মানুষের আবাসস্থল এবং রিকশা শ্রমিকদের কলোনিগুলোতে নিবিড়ভাবে প্রচারণা চালাতে হবে। এটি দলের পক্ষ থেকে প্রতিটি কর্মীর জন্য বাধ্যতামূলক দায়িত্ব।’
তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ‘বিএনপি সব সময় জনগণের দুঃসময়ে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের অপর উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, ‘নেতা-কর্মীরা মাঠে কাজ করছেন ঠিকই, তবে দলের মূল আট দফা ইশতেহার জনগণের কাছে আরও জোরালোভাবে পৌঁছাতে হবে। বিশেষ করে হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক বিষয়গুলো ভোটারদের বুঝিয়ে বলতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিরোধী পক্ষ কিছু চালককে টাকা দিয়ে যাত্রীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর কাজে ব্যবহার করছে। এই অপপ্রচারের বিরুদ্ধে চালকদের সজাগ থাকার এবং লিফলেট বিতরণের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে হবে।’
ডাক্তার ডোনার আরও বলেন, ‘দলে নতুনেরা আসবে এবং তাদের সম্মান জানানো হবে, কিন্তু দীর্ঘ ১৭ বছর যারা জেল-জুলুম সহ্য করে দলের পাশে ছিলেন, তাদের সঙ্গে কোনো প্রকার বেইমানি বা বিশ্বাসঘাতকতা বরদাশত করা হবে না।’ কাল থেকেই পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনি ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতা-কর্মীরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।