Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআরএফ’র সভাপতি কাওছার, সম্পাদক ইউসুফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৭:২৯

পিআরএফ’র সভাপতি-সম্পাদকসহ অন্যান্যরা।

ঢাকা: পলিটিকাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (পিআরএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খোন্দকার কাওছার হোসেন (সাবেক ভোরের কাগজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ আলী (মাইটিভি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডে একটি হোটেলে সংগঠনের এক সভায় এই কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।

এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি মুহাম্মদ আলমের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. মহসিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। আগামী দিনে সংগঠনকে সূচারুরূপে পরিচালনার জন্য নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা- সিনিয়র সহ-সভাপতি- জাহিদুল ইসলাম রনি (সংবাদ প্রতিদিন), সহ-সভাপতি- মো. মহসিন হোসেন (সারাবাংলা ডটনেট), যুগ্ম সম্পাদক- মুহিববুল্লাহ মুহিব (বাংলাভিশন) ও সুজন দে (ভোরের ডাক), অর্থ সম্পাদক- মো. শরীফুল ইসলাম (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক- উমর ফারুক (যায়যায়দিন), দফতর সম্পাদক- ডি এম আমিরুল ইসলাম অমর (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক- শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন)।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক- হুমায়ুন কবির (মোহনা টিভি), নারী সম্পাদক- দিনার সুলতানা (বিটিভি), নির্বাহী সদস্য-মুহাম্মদ আলম (সংবাদ প্রতিদিন), মনিরুল ইসলাম (আমাদের সময়.কম), রাশেদুল হক (বাংলাবাজার), সুমন প্রামাণিক (ভয়েজ অব এশিয়া), অমরেশ রায় (সমকাল), সৈয়দ সাইফুল ইসলাম (শীর্ষ নিউজ), মো. কামরুল হাসান (সমকাল), জেহাদ হোসেন চৌধুরী (দৈনিক সময়), জাহিদ বিপ্লব (ঢাকাটাইমস), মাহমুদুল হাসান (এনটিভি), কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), রফিক মৃধা (দিনকাল), বোরহান উদ্দিন (ঢাকা মেইল)।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর