Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি আপনাদেরই সন্তান, আমাকে সহযোগিতা করবেন’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৭:৪৫

মহাখালী টিঅ্যান্ডটি মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুবিধা-অসুবিধার কথাই আমি বলব এবং আপনাদের জন্যই কাজ করব। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে এই শোক ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘যেহেতু আমি নির্বাচনের কাজে ব্যস্ত থাকব, তাই যারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাদের কাছেও আজকের বক্তব্য পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঐক্য থাকলে সব সংকট মোকাবিলা করা সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ বিল ও গ্যাস বিলসহ জনজীবনের নানা সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া যাবে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন জরুরি।’

‘আমাকে সারা দেশে যেতে হবে। সেই যাত্রায় আপনারাই হবেন আমার শক্তি’- বলে তিনি দেশবাসীতে তার পাশে থাকার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

পাবনায় ট্রাকচাপায় শিশু নিহত
২০ জানুয়ারি ২০২৬ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর