Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ২০:৪৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর কড়াইল বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসন সংকটের স্থায়ী সমাধান এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতেই তারেক রহমান দেশের সাধারণ মানুষের প্রতি তার দলের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘বিএনপি সব সময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে এবং অতীতে যখনই ক্ষমতায় ছিল, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।’

কড়াইল বস্তির মানুষের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এই এলাকার মানুষ বছরের পর বছর অত্যন্ত মানবেতর ও কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে বসবাস করছেন। এই সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।’ নির্বাচনি আচরণবিধি বা নানা ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেও মহান আল্লাহর ওপর ভরসা রেখে তিনি তার পরিকল্পনার কথা ঘোষণা করেন।

তারেক রহমান বলেন, ‘কড়াইল বস্তিবাসীদের কষ্ট লাঘবে সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উঁচু উঁচু বহুতল ভবন নির্মাণ করা হবে। এই প্রক্রিয়ায় যারা বর্তমানে সেখানে বসবাস করছেন, বিশেষ করে দীর্ঘদিনের পুরনো অধিবাসী, তাদের যথাযথ নিবন্ধনের আওতায় আনা হবে। প্রতিটি পরিবারের জন্য আলাদা ছোট ছোট ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে এবং সেই ফ্ল্যাটগুলোর মালিকানা তাদের নামে হস্তান্তর করা হবে। এর ফলে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে বসবাসকারী এই বিপুল সংখ্যক মানুষ মাথা গোঁজার একটি স্থায়ী ও সম্মানজনক ঠিকানা খুঁজে পাবেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই আবাসন ব্যবস্থা শুধু তাদের বাসস্থানের নিশ্চয়তা দেবে না, বরং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

উপস্থিত কড়াইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণের দোয়া ও সমর্থন থাকলে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এটি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার একটি অঙ্গীকার।’

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই সভায় বিপুল সংখ্যক বস্তিবাসী ও স্থানীয় বিএনপি নেতারা অংশ নেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর