চট্টগ্রাম ব্যুরো: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নেতারা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীতে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে ইইউ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে দলটির নেতাদের মতবিনিময় সভা হয়েছে। এতে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম দলের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের, সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। এ ছাড়া সভায় নগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক এবং কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী অংশ নেন।
চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য নিহত এবং শরীফ ওসমান হাদি হত্যার আসামিদের গ্রেফতার করতে না পারায় জনমনে উদ্বেগের কথা তুলে ধরেন জামায়াত নেতা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।’
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মতামত তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ভোট গণনা কক্ষসহ নির্বাচনি কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’
জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।’