ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটে ২১৫টি আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৮০ আসনে ৯ দলের নেতারা নির্বাচন করবেন এবং ৫টি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। ৪৭টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বণ্টন করা হয়েছে।
এর মধ্যে এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিসের ১২টি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তাদের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।