Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে যোগ দিলেন আ. লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২০:২৫

বিএনপিতে যোগ দিলেন আ. লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি সংগঠনটিতে যোগ দেন।

আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। তাকে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পাবনার সাবেক সংসদ সদস্য আবু সাইয়িদ শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি গণফোরামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন