ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাষানটেকের বিআরপি ময়দানের জনসভায় উপস্থিত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৭মিনিটে মঞ্চে এসে পৌঁছান তিনি। দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচা র কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশ শুরুর অনেক আগেই মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ভাষানটেক এলাকা। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এর আগে নির্বাচনি প্রচারের প্রথম দিনেই টানা ব্যস্ত সময় পার করেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৬ ঘণ্টায় সাতটি জেলার জনসমাবেশে অংশ নেন তিনি।
প্রথম দিনের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায়। সেখানে বক্তব্য শেষ করে ভোররাতের কিছু সময় পর ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ ও টানা প্রচার শেষে নিজ নির্বাচনি এলাকায় সরাসরি উপস্থিত হন তারেক রহমান।