Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষানটেকের বস্তিবাসীর পুনর্বাসনের ওয়াদা তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ২০:৫৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৫৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে ভাষানটেক এলাকার সব শ্রেণি-পেশার মানুষের কথা শুনেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা-১৭ আসনে ভাষানটেকের বস্তিবাসীদের পুনর্বাসনের ওয়াদা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাষানটেকের বিআরপি ময়দানের জনসভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচার কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ‘ভাষানটেকের সকল সমস্য সমাধান করা হবে ইনশাল্লাহ।’

আরও পড়ুন-গণতন্ত্র পুনর্গঠনে জনগণের প্রতিনিধি নির্বাচনের আহ্বান তারেক রহমানের

তারেক রহমান মঞ্চে ভাষানটেক এলাকার সব শ্রেণি-পেশার মানুষদের মধ্য থেকে একজন করে মঞ্চে ডাকেন। তাদের এলাকার সমস্যার কথা শুনেন। এরপর প্রতিশ্রুতি করেন, ক্ষমতায় এলে এই সকল সমস্যা সমাধানের উদ্যোগ নিবেন তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এইচআই