Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম: পার্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২০:৪৬

ভোলার নতুন বাজার এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দিচ্ছেন আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, এমন একটা সময় ছিল যখন আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম, তখন বাংলাদেশে অনেকেই সাহস করত না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে ভোলা-১ আসনে নিজ দলের প্রতীক গরুর গাড়ির মার্কার গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বাংলাদেশের দরবেশকে (সালমান এফ রহমান) দরবেশ আমি বানিয়েছিলাম। লোটাস কামাল থেকে আরম্ভ করে, বিদ্যুতের যত চুরি এবং বাংলাদেশে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল সেটা ভোলার পার্থ বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়েছিলাম।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি কোন মারামারি ও হানাহানির রাজনীতি করিও না, পছন্দও করি না। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। আমরা কারও সঙ্গে অন্যায় করতে চাই না, কোনো প্রতিশোধ নিতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে একটা সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়তে চাই। যেখানে চাঁদাবাজি হবে না, লুট হবে না, যেখানে টেন্ডারবাজি হবে না, যেখানে শালিস করে পয়সা খাওয়া হবে না।’

জগণের ভোটে সংসদে গেলে ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজসহ নানান উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন বিজেপি চেয়ারম্যান।

এর আগে দুপুরে ঢাকা থেকে ভোলার খেয়াঘাট এলাকা আসেন আসেন তিনি। এ সময় লাখো নেতাকর্মী তাকে বরণ করে নেন। পরে সেখান থেকে গণসংযোগ ও শোডাউন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরেরর নতুন বাজার ও বাংলা স্কুল মোড়ে পৃথক গণসংযোগে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর