Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান, পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ২০:৫৪

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান, পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: দুই দশকেরও বেশিসময় পর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামে এসেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘসময় পর জিয়া-খালেদাপুত্রকে চট্টগ্রামের মাটিতে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন ধানের শীষের নেতাকর্মীরা। আগামীকাল (রোববার) তিনি চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিমানে করে তারেক রহমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তাকে বহনকারী বাস রওনা দেয় নগরীর কাজীর দেউড়িতে রেডিসন ব্লু বে ভিউ হোটেলের দিকে।

বিমানবন্দরের মূল ফটকের বাইরে থেকে সড়ক ধরে শহিদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়কের দুইপাশে হাজারো নেতাকর্মী স্লোগান দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমানকে। মানুষের ভিড়ে তারেক রহমানকে বহনকারী বাসটি ধীরগতিতে চলতে দেখা যাচ্ছে। পথে পথে বাসের ভেতর থেকে হাত নেড়ে সড়কের দুই পাশে দাঁড়ানো হাজার, হাজার নেতাকর্মীর স্লোগান ও শুভেচ্ছার জবাব দিচ্ছেন।

বিজ্ঞাপন

বরাবরের মতো বাসের একেবারে চালকের পাশের আসনে বসেছেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারেকের পাশের আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং একেবারে পেছনের আসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে দেখা যায়।

তারেক রহমানকে বহনকারী বাসের সামনে-পেছনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) টিমের একাধিক গাড়ি নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গাড়িবহর অতিক্রমের সময় পুলিশ সড়কে সাধারণ যানবাহন আটকে দিচ্ছে। রাত সোয়া ৮টার দিকে বাসটিকে শহিদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে অতিক্রম করতে দেখা গেছে। সাড়ে ৮টায় বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে লালখান বাজার পৌঁছে।

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান, পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান, পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

এদিকে পতেঙ্গা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষপ্রান্ত লালখান বাজার থেকে কাজির দেউড়িতে রেডিসন ব্লু বে ভিউ হোটেলের সামনে হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা। ‘শুভেচ্ছা স্বাগতম-তারেক জিয়ার আগমন’- এমন স্লোগানের পাশাপাশি ‘খুশি খুশি লাগছে, তারেক রহমান আসছে, ঈদ ঈদ লাগছে, তারেক রহমান আসছে’- এমন ব্যতিক্রমী স্লোগানও শোনা যাচ্ছে নেতাকর্মীদের মুখে।

এ সময় তারেক রহমানকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশে ‘ভি’ চিহ্ন দেখাতে দেখা যায়। বিপুল সংখ্যক নেতাকর্মীকে সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে দেখা যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, তারেক রহমান রেডিসন হোটেলে রাতযাপন করবেন। আগামীকাল (রোববার) সকাল ৯টায় হোটেলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষ করে সরাসরি ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে ফেনী, কুমিল্লাা ও নারায়ণগঞ্জে আরও মোট পাঁচটি সমাবেশে যোগ দেবেন।

তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন ২০০৫ সালে। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণায় এসে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভা করেছিলেন। এরপর এক-এগারো পরবর্তী জরুরি অবস্থায় তিনি গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং এক পর্যায়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হন। দেড় দশক পর দেশে ফিরে তিনি পিতা জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের স্মৃতিবিজড়িত চট্টগ্রাম শহরে আসছেন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে।