Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন থেকে সরে গেলেন এলডিপি নেতা, জামায়াত প্রার্থীকে সমর্থন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২০:০১ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২১:২১

নির্বাচন থেকে সরে গেলেন এলডিপি নেতা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ মনোনীত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এম ইয়াকুব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলমকে সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে নিজ ব্যবসায়িক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। শিল্পপতি এম ইয়াকুব আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি। তিনি আগেও একই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সংবাদ সম্মেলনে এলডিপি নেতা এম ইয়াকুব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ তুলে ধরে বলেন, ‘আমি ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও এলডিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমার নির্বাচনি প্রতীক ছাতা। কিন্তু মনোনয়নসংক্রান্ত জটিলতার কারণে আমাকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতীক চূড়ান্তভাবে পাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনি মাঠে প্রচার-প্রচারণা শুরু করা সম্ভব হয়নি।’

বিজ্ঞাপন

‘এর ফলে আমার গুরুত্বপূর্ণ সময় অপচয় হয়েছে। বর্তমানে যে অল্প সময় অবশিষ্ট আছে, তাতে সকল নির্বাচনি কর্মকাণ্ড যথাযথভাবে সম্পন্ন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া, আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণ বিবেচনায় আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

ইয়াকুব আলী ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অন্যতম প্রধান শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলমকে পূর্ণ সমর্থন জানিয়ে তার পক্ষে এলডিপির সর্বস্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর