Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ১২:২৯

কপোতাক্ষ নদের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভয়াবাহ ভাঙন দেখা দিয়েছে। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৪ মে) প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০ ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভাঙন দেখা দেয়।

এলাকাবাসীরা জানান, ত্রাণের প্রয়োজন নেই, প্রয়োজন টেকসই বেড়িবাঁধ। বৃহস্পতিবার (১ মে) শেষ রাতে ভাটার টানে এই বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙন এলাকা ভোষকা মাটি আর চোরা বালুর ঝুঁকিপূর্ণ থাকায় এই বেড়িবাঁধ বারবারই ভেঙে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। ইতোপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক-তৃতীয়াংশ কপোতাক্ষ নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। আম্ফান ও ইয়াস ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এই এলাকার মানুষ। এহেন পরিস্থিতিতে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।

এদিকে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙনের এ খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া।

তিনি বলেন, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট ও শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে ডাম্পিং কার্যক্রমের শুরু করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই বেড়িবাঁধ আমরা মেরামত করতে সক্ষম হবে।

উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাও. আব্দুল মান্নান, নায়েবে আমির মাও. নুরুল আবসার মুরতাজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, অধ্যক্ষ আলহাজ্ব মাও. সোহরাব হোসেন, অধ্যক্ষ মাও. মুজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

আতঙ্ক নদী ভাঙন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর