Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলের যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৫ মে ২০২৫ ১৭:৪২

নড়াইল: নড়াইলের নড়াগাতীতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। রোববার (৪ মে) দিবাগত রাত থেকে সোমবার (৫ মে) সকাল পর্যন্ত কলাবাড়ীয়া থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন কলাবাড়িয়া গ্রামের জলিল শেখের ছেলে জাহিদুল (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন (৪০)।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১০টি রামদা, ২টি ছেনদা, ৩টি চায়নিজ কুড়াল, ৭টি চাপাতি, ৫টি টেঁটা ও ১টি বল্লম।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসআর

অস্ত্র উদ্ধার আটক নড়াইল যৌথবাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর