Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের উদ্দেশে রওনা খালেদা জিয়ার
আনন্দ অশ্রুতে মা’কে বিদায় তারেক রহমানের

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ৫ মে ২০২৫ ১৯:১০

তারেক রহমান নিজেই গাড়িতে করে মা খালেদা জিয়াকে বিমানবন্দরে পৌঁছে দেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ মে) বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার (৬ মে) তিনি দেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছে দলটি।

এদিকে, তারেক রহমান নিজেই গাড়িতে করে মা খালেদা জিয়াকে বিমানবন্দরে পৌঁছে দেন। এ সময় আনন্দ অশ্রুতে মাকে বিদায় জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

জানা গেছে, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে যান।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় বেগম জিয়া দেশে এসে নামবেন। সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে, অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অশ্রু খালেদা জিয়া টপ নিউজ তারেক রহমান দেশে ফিরছেন বিএনপি লন্ডন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর