খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকের মরদেহ উদ্ধার
৮ মে ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৮ মে ২০২৫ ২০:১২
বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক মো. নুরুল ইসলামের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিম পাশে কর্ণকাঠি এলাকার একটি খাল থেকে ধানখেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বন্দর থানায় নিয়ে যায়।
বরিশাল মহানগর বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল।
সারাবাংলা/এইচআই
টপ নিউজ নিহত বরিশাল বিশ্ববিদ্যালয় বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ মরদেহ উদ্ধার