Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২১:০৯ | আপডেট: ৯ মে ২০২৫ ২৩:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সারজিস এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এখন শাহবাগে উপস্থিত। বিএনপি যুক্ত হলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। শাহবাগ এখন ঐক্যের অপেক্ষায়।’

তিনি আরও বলেন, ‘আজকের শাহবাগ কেবল একটি সমাবেশ নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত—যা ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা দেবে।’

রাজধানীর শাহবাগ মোড়ে চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোর অবরোধ কর্মসূচি। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমেরে দাবি, এই কর্মসূচিতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কেউ অংশ নেয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ প্রভৃতি স্লোগান দেন।

সারাবাংলা/এনএল/এইচআই

আ.লীগ নিষিদ্ধ জাতীয় নাগরিক পার্টি বিএনপি শাহবাগ সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর