Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি করেস্পন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৩:২০ | আপডেট: ১৪ মে ২০২৫ ১৪:০৮

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দূর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। মিছিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর, মধুর ক্যান্টিন, কলাভবন হয়ে উপাচার্যের বাসভবনের সামনে শেষ হয়। তারপর উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা ছাড়াও নিউমার্কেট থানা, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজসহ সংগঠনটির মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘আমাদের অঙ্গীকার, নিরাপদ ক্যম্পাস’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনী তোদের রক্ষা নাই’, ‘নয়মাসে দুই খুন, ভিসি নিয়াজের অনেক খুন’, ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেত দিব না’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কি করে’, ‘এক দুই তিন চার, ভিসি গদি ছাড়’সহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। নিহত সাম্য বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/কেকে/এসডব্লিউ

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর