Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় পিকআপে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ০০:১৫ | আপডেট: ১৯ মে ২০২৫ ০২:১৬

প্রতীকী ছবি

কক্সবাজার: জেলার উখিয়ায় পিকআপ ভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় জুনাইয়েদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৮ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়া ও ক্লাসপাড়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইয়েদ হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। আহত অপর যুবকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি সড়কে ঘোরানোর সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে জুনাইয়েদ মারা যান।

শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই পিকআপের চালক পালিয়ে যায়। পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম

উখিয়া টপ নিউজ দুর্ঘটনা মোটরসাইকেল সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর