Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের বক্তব্যের প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৩৬

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকিসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। নুরের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশের এই সংগঠনটি।

শনিবার (২৪ মে) বিকেল ৩টায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞাপন

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে, ভিপি নুরুল হক নুর গত ২২ মে একটি গণজমায়েতে বলেন ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশবাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি একধরনের হুমকি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে। রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে। অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোন মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরণের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গণঅধিকার পরিষদ টপ নিউজ নুরুল হক নুর পুলিশ সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর