Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৭:০৪

ফরিদপুর: ফরিদপুরের সালথার মারামারি ও বিস্ফোরণ আইনে হওয়া মামলায় আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩১ মে) রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মোমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১), একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর (৪৩), মধ্য বালিয়া এলাকার রুস্তম বেপারীর ছেলে শাহিন বেপারী (৪০), কাঠিয়ার গট্টি এলাকার মৃত শন্ত মাতুববরের ছেলে ইস্কান্দার আলী (৪৫), বড়বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৩), ছোটবালিয়া গ্রামের মৃত আকমাল মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬২) ও দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর(৪৬)। তারা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

বিজ্ঞাপন

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান, গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

আওয়ামী লীগ গ্রেফতার নেতাকর্মী গ্রেফতার ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর