Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম সেশনে বাংলাদেশকে অলআউট করে ম্যাচ জিততে চায় শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫ ০৮:২৮ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৪:৩৬

৫ম দিনে জয়ের স্বপ্ন দেখছে শ্রীলংকান ব্যাটার কামিন্দু মেন্ডিস

গল টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১৮৭ রানে, হাতে ৭ উইকেট। আপাত দৃষ্টিতে ম্যাচ এগিয়ে যাচ্ছে ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকেই। তবে ম্যাচের এমন পরিস্থিতিতেও রোমাঞ্চকর এক জয়ের আশা ছাড়ছে না শ্রীলংকা। লংকান ব্যাটার কামিন্দু মেন্ডিস বলছেন, ৫ম দিনের প্রথম সেশনে বাংলাদেশকে অলআউট করে ম্যাচ জেতার স্বপ্ন দেখছেন তারা।

টেস্টের ৪ দিনেই দাপট দেখিয়েছেন দুই দলে ব্যাটাররা। প্রথম ইনিংসে ১০ রানের লিড নিয়ে চতুর্থ দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সাদমান-শান্তর হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের লিড এখন ২০০ ছুঁইছুঁই। শেষ দিনে অবিশ্বাস্য কিছু না হলে ড্রই লেখা রয়েছে এই ম্যাচের ভাগ্যে।

বিজ্ঞাপন

কামিন্দু মেন্ডিস অবশ্য এখনই জয়ের আশা ছাড়ছেন না, ‘যেমন টার্গেটই তারা দিক, আমাদের চেজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য সকালের সেশনে উইকেট তোলা। ম্যাচ জেতাও আমাদের লক্ষ্য। তারা ভালো রান রেটে আগাচ্ছে। ৫ম দিনের প্রথম সেশনে তাদের অলআউট করতে পারলে ম্যাচ জেতা সম্ভব।’

শেষ দুই সেশনে ব্যাটিং করেই জয় তুলে নেওয়া সম্ভব বলেই জানালেন মেন্ডিস, ‘তারা যে টার্গেটই দেবে, জয়ের জন্য আমাদের হাতে কমপক্ষে দুই সেশন তো থাকবে। প্রথম সেশনে তারা যদি ১২০ রানও তোলে, তাও আমাদের সামনে জয়ের পথ খোলা থাকবে। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব। আমাদের প্রথম লক্ষ্য তাদের অলআউট করা, এরপর চেজ করা।’

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর