Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান কাপে বাংলাদেশের সঙ্গী যে ১১ দেশ

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২৫ ১০:১৮

চূড়ান্ত হয়েছে এশিয়ান কাপের ১২ দল

ইতিহাস গরে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। মূল পর্বে আরও কিছু জায়গা বাকি ছিল। অবশেষে চূড়ান্ত হয়েছে এশিয়ান কাপ ২০২৬ এর অংশগ্রহণকারী ১২ দলের সংখ্যা।

২০২৬ সালের নারী এশিয়ান কাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। স্বাগতিক অস্ট্রেলিয়াসহ আরও ১১ টি দেশ অংশ নেবে এশিয়ার অন্যতম এই বড় ফুটবল টুর্নামেন্টে।

বাছাইপর্বের বাধা পেরিয়ে ৫ম দল হিসেবে কোয়ালিফাই করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে আরও ৭টি দল।

এশিয়ান কাপে বাংলাদেশের সঙ্গে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, উজবেকিস্তান ও ইরান।

বিজ্ঞাপন

২০২৬ সালের ১ মার্চ পার্থে শুরু হবে নারী এশিয়ান কাপের পরবর্তী আসর। ২১ মার্চ সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল। এই বছরের শেষেই জানা যাবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে।

সারাবাংলা/এফএম

নারী এশিয়ান কাপ ২০২৬ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর