কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত এক বছরে প্রায় ১৩২ কোটি টাকা মূল্যের অস্ত্র, সোনা ও বিভিন্ন জাতের মাদক, আমদানি নিষিদ্ধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার বার্ড বাংলাদেশ ( বিজিবি)। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন উদ্ধার মালামালের পরিসংখ্যান তুলে ধরেন ৪৭ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডার লে. কর্ণেল মাহবুব মুর্শেদ।
তিনি বলেন, ‘গত একবছরে এই ব্যাটালিয়নের অভিযানে ৫ দশমিক ৩২১ কেজি সোনাসহ ৫ জন সোনা পাচারকারী, ৬টি বিদেশি পিস্তলসহ ৭ জন, ৩টি সিঙ্গেল সুটার পিস্তল, ২টি সিংগেল শটগান, ২টি দেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ৯টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে ‘
এ ছাড়াও ৯৩ জন চোরাকারবারিসহ ৯ হাজার ৩৭০ বোতল বিদেশি মদ, ৬৪ লিটার দেশীয় মদ, ১৫ হাজার ৪৩৩ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার ৭৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ দশমিক ৪৩ কেজি হেরোইন, ১ লাখ ৫০ হাজার ৮৩৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১ দশমিক ৩২ কেজি কোকেন এবং ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করেছে। এসব পণ্যের মোট মূল্য প্রায় ১২০ কোটি ৯৬ লাখ টাকা।
অন্যদিকে যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার ৪৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ১ হাজার ৫৪৪ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, ২ হাজার ৮৮০ কেজি ভারতীয় বেহন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার ১৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার ৯৭০ কেজি কারেন্ট জাল, ২টি অবৈধ জাল তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়; যার বাজার মূল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।
ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানালেন এই ব্যাটালিয়ন কর্মকর্তা।